• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার


বিশেষ প্রতিনিধি জুলাই ৬, ২০১৬, ১০:৫৪ এএম
পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার

দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই  বৃহস্পতিবার (৭ জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানান।
 
এর আগে সোমবার (৫ জুলাই) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে এবার ৩০টি রোজা হচ্ছে। সে হিসাবে ঈদুল ফিতর উদযাপিত হবে আজ বুধবার (৬ জুলাই)।
 
গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
 
কুয়েতের আইন মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, সোমবার চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার রমজান মাসের শেষ দিন এবং বুধবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।

এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও মিশর, পাকিস্তান, ভারত, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকার দেশসমূহে বুধবার ঈদ উদযাপিত হবে। তবে তুরস্ক মঙ্গলবার ঈদ উদযাপন করছে। জার্মান, মৌরিতানিয়াও একই দিনে ঈদ পালিত হচ্ছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!