• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পবিত্র কাবা শরীফ ধোয়া হলো যেভাবে (ভিডিও)


ধর্ম ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০১৮, ১২:১৭ পিএম
পবিত্র কাবা শরীফ ধোয়া হলো যেভাবে (ভিডিও)

ঢাকা : মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র ঘর কাবা শরীফ। এই পবিত্র কাবা প্রত্যেক বছর দুইবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। ১৪৪০ হিজরির ১৫ মহরম বছরের প্রথম বারের মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।

মঙ্গলবার সকালে পরিষ্কার কার্যক্রম শুরু হয়। এ সময় সৌদি বাদশাহ সালমানের পক্ষে পবিত্র মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল কাবা শরীফ পচ্ছিন্নতার কাজে নেতৃত্ব দেন। এ উপলক্ষে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, মক্কার গভর্নরের সাথে কাবা শরীফের প্রধান ইমাম আবদুল রহমান আল-সুদাইস, স্পেশাল ইমারর্জেন্সি ফোর্সের কমান্ডার ও হজ্জ সিকিউরিটি ফোর্সের কামন্ডারদের নিয়ে কাবার চত্ত্বরে  আসেন।

আগে থেকেই কাবার গায়ে বিশেষ সিড়ি লাগানো ছিল। এরপর সবাই কাবা ঘরের ভেতরে প্রবেশ করেন।  তারা পবিত্র জমজমের পানির সাথে গোলাপ মিশ্রিত পানি দিয়ে পবিত্র কাবা ঘরের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ করেন। প্রিন্স খালিদ আল-ফয়সালের নেতৃত্বে আব্দুর রহমান আস-সুদাইসসহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পবিত্র কাবা শরিফ ধোয়ার পর বের হয়ে হাজারে আসওয়াদে চুম্বন করেন। অতঃপর কাবা তাওয়াফ করেন। মাকামে ইবরাহিমে নামাজ আদায় করার পর প্রিন্স বেরিয়ে যান।

এসময় কাবা শরীফের চারদিকে বিশেষ বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে রাখতে দেখা যায়।

সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!