• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পবিত্র মক্কায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৯, ২০১৬, ০৯:৫৪ এএম
পবিত্র মক্কায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার মক্কার প্রায় ৬৫ কিলোমিটার দূর থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র কোনো ক্ষয়ক্ষতি করতে পারার আগেই জোট বাহিনীগুলো সেটি ধ্বংস করেছে বলে শুক্রবার ওই বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

মক্কা নগরীকে পবিত্র নগরী হিসেবে বিবেচনা করে থাকে মুসলমানরা।

বুরকান-১ নামে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দিকে তাক করার কথা হুতি বিদ্রোহীরা নিজেদের অফিসিয়াল নিউজ এজেন্সির মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বীকার করলেও তারা বলছে, ক্ষেপণাস্ত্রটিকে তারা মক্কা নয়, বরং জেদ্দায় সৌদির ব্যস্ততম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছুড়েছিলেন।

বিদ্রোহী হুতিরা ২০১৫ সালের মার্চে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট ও জেনারেল পিপলস কংগ্রেস পার্টি জোটের প্রধান আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের সমর্থনে ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে।

হাদিকে ক্ষমতায় ফেরানোর লক্ষ্য নিয়ে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ইয়েমেনে হস্তক্ষেপ করে। তারপর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ও হাদি অনুগতদের সঙ্গে সালেহ অনুগত সেনা ও হুতি বিদ্রোহীদের লড়াই শুরু হয়।

বর্তমানে রাজধানী সানাসহ উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে সালেহ অনুগত বাহিনী।

হুতি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার জন্য ইরানের দিকে আঙুল তুলেছেন আরব জোট বাহিনীর সদস্য সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের এই সদস্য বলেন, “ইরানি শাসকচক্র একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, যারা মক্কায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটাই কি তাদের (ইরানের) ইসলামিক শাসনতন্ত্র, যা তারা দাবি করে।”

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!