• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৬, ০২:৪৩ পিএম
‘পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল’

পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার (১৪ আগস্ট) সকালে সচিবালয়ে বঙ্গবন্ধুর ছবি নিয়ে এক আলোচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে চারটি অভিশাপের জন্ম হয়েছে। এগুলো হলো- সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং বিএনপি নামক বিষবৃক্ষ।

হাসানুল হক ইনু বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদের উপর তাদের মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চেয়েছিল। ১৯৭৫ সালেও ঘাতকেরা পাকিস্তানি ধারার ব্যবস্থা চাপানোর চেষ্টা করেছিল। তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।

এখন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে বড় কাজ হলো পাকিস্তানি ধারার জঙ্গি এবং তাদের দোসরদের বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা। এই কাজে আমাদের সফল হতেই হবে বলে সবার সহযোগিতা কামনা করেন তথ্যমন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!