• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরাজয়ের ভয়ে ফুটবল খেলাই ছাড়ল এই দেশ!


ক্রীড়া ডেস্ক জুলাই ২০, ২০১৭, ০৯:৩৯ পিএম
পরাজয়ের ভয়ে ফুটবল খেলাই ছাড়ল এই দেশ!

ঢাকা: একের পর এক পরাজয় কোনও দেশেরই ভালো লাগার কথা নয়। গেল এক বছর ধরে আফ্রিকার দেশ জিবুতি ফুটবলে একটি ম্যাচেও জয়ও তুলে নিতে পারেনি। দলের এমন শোচনীয় ব্যর্থতা কারই বা ভালো লাগে? গত শনিবার আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ঘরের মাঠে ইথিওপিয়ার কাছে ৫-১ ব্যবধানে পরাজয়ের পর জিবুতি ফুটবল ফেডারেশন (এফডিএফ) জাতীয় দলের সবরকম কর্মপরিধি গুটিয়ে ফেলেছে।

জিবুতি ফুটবল ফেডারেশন মনে করছে, বর্তমান জাতীয় দল দিয়ে জয় পাওয়া সম্ভব নয়। তাই তাদের পুরো মনোযোগ উঠতি খেলোয়াড়দের দিকে।জাতীয় দল আবার কবে খেলা শুরু করবে সেটাও তারা জানায়নি।

জিবুতি ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ওমর আলী মোহামেদ বলেছেন, ‘মূল দলের এই ব্যর্থতায় আমরা যুব ফুটবলে মনোযোগ দিচ্ছি। টাকা কোনও সমস্যা নয়। এটি ফেডারেশনের নতুন নীতি। হয়তো আমরা আগামী অনূর্ধ্ব-১৫, ১৭ ও ২০ টুর্নামেন্টগুলোয় অংশ নেব।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অবস্থাও জিবুতির মতো। যেখানেই খেলে জাতীয় দল সেখানেই তাদের পরাজয় অবধারিত। অবশ্য ফিফা র্যাংাকিংয়ে বাংলাদেশের ওপরেই রয়েছে জিবুতি (১৮৫)।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!