• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরানে পড়িয়াছে টান...


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক এপ্রিল ১৫, ২০১৭, ০১:০৯ এএম
পরানে পড়িয়াছে টান...

ঢাকা: ‘দুজনে দেখা হল/ মধুযামিনী রে--/ কেন কথা কহিল না/ চলিয়া গেল ধীরে... ’- না এমনটি হয় নি। অপূর্ব সেই সন্ধ্যায় তাদের দুজনে দেখা হলো; কথাও হলো। অপলক তাকিয়ে থাকাও হলো।

শুধু কি তাই? হৃদয়ের গোপনে তোলপাড় হলো। ঝলমল শহরে ঝুঁকে পড়া তারাগুলো খিলখিল করে হেসে উঠলো। জ্যোৎস্নার বান অলক্ষ্যেই ভাসিয়ে দিয়ে গেল মিলনের সেই মধুক্ষণ। আসন্ন মধু যামিনীর মোহে শহরের উজ্জ্বল আলোও চাইলো চোখ বুজতে।

দূর থেকে কে যেন গেয়ে উঠলো- ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে...লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরণ-ছটাতে...’। কিংবা সেই গান, ‘আরো কিছুক্ষণ না হয় বসিয়ো পাশে/ আরো যদি কিছু কথা থাকে তাই বলো/ পরানে পড়িয়াছে টান/ ভরা নদীতে আসে বান/ আজিকে কী ঘোর তুফান   সজনি গো/ বাঁধ আর বাঁধিতে নারি...’।

ভেতরে খেলছে সুরের খেলা। নক্ষত্রেরা উড়ছে ডানা মেলে মনে মনে। তাই বুঝি রবি ঠাকুর লিখেছেন, এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে/ ধরা দেবার খেলা এবার খেলতে হবে..’।

ব্যর্থ বসন্তগুলো পেছনে পড়ে থাকলো। আজ বৈশাখের রুদ্ররূপে মিলন হলো। এমন বৈশাখী সন্ধ্যা সাক্ষী হয়ে থাকলো অভূতপূর্ব এক মিলন উৎসবের।  

রবি ঠাকুর বেঁচে থাকলে মেঘে ঢাকা আকাশ থেকে বের হয়ে আসা এই দুই নক্ষত্রকে নিয়ে কী লিখতেন। আরো নতুন কিছু?

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!