• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরামর্শ বাদ দিয়ে ভাস্কর্য স্থাপন করা হয়েছে


আদালত প্রতিবেদক মে ২৮, ২০১৭, ০৫:০৯ পিএম
পরামর্শ বাদ দিয়ে ভাস্কর্য স্থাপন করা হয়েছে

ঢাকা: সুপ্রিম কোর্ট চত্বরে আবারও স্থাপন করা হয়েছে ভাস্কর্য। আগের জায়গা থেকে প্রায় ২৫০ গজ দূরে সরিয়ে শনিবার (২৭ মে) মধ্যরাতে এনেক্স ভবনের সামনে এটি স্থাপন করা হয়। এটি স্থাপনের ক্ষেত্রে প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের পরামর্শ বাদ দিয়েছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, আমরা বলেছিলাম, এটি জাদুঘরের সামনে নেয়া হোক। কিন্তু তিনি সেটি না করে এনেক্স ভবনের সামনে স্থাপন করেছেন। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি, তার এমন কোনো কাজ করা ঠিক হবে না যা বিতর্কিত হয়।

এদিকে ন্যায় বিচারের প্রতীক সরুপ দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে এটি স্থাপনে কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের জেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ। পুনরায় ভাস্কর্য স্থাপন নিয়ে কোনো বিতর্কের আবকাশ নেই বলে মনে করেন সাবেক এই আইনমন্ত্রী।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!