• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিচয় মিলেছে উদ্ধার সেই প্রাডো মালিকের


গাজীপুর প্রতিনিধি জানুয়ারি ২১, ২০১৭, ০১:৫৪ পিএম
পরিচয় মিলেছে উদ্ধার সেই প্রাডো মালিকের

গাজীপুর : কাপাসিয়ায় দু’দিন আগে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া প্রাডোর মালিকের পরিচয় পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির সন্ধান এখনো পায়নি পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এ কথা জানান।

ওসি আবু বকর বলেন, গাড়িটি ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় থেকে রিনা বেগমের নামে রেজিস্ট্রেশন করা। আর রেজিস্ট্রেশনে দেয়া তথ্য অনুযায়ী রিনার বাবার নাম আব্দুর রউফ। ঠিকানা রাজধানীর মিরপুর-২ এর ২/এইচ/৯/১৪ নম্বর বাড়ি।

গাড়িটির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে ২০০৬ সালের ১২ ডিসেম্বর। গত ১৯৯৯ সালের ১৩ জুলাই গাড়ির টেক্স টোকেন করা হয়। তবে রিনার ওই ঠিকানায় গিয়ে শুক্রবার পুলিশ কাউকে পায়নি বলে জানান ওসি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর বাজার সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে ঢাকা মেট্রো ঘ-১১-২০২৯ নম্বরের একটি প্রাডো গাড়ির সন্ধান পান স্থানীয় কয়েকজন জেলে। তাদের দেয়া খবর পেয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!