• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত বিস্কুট কারখানায় গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ


চুয়াডাঙ্গা প্রতিনিধি এপ্রিল ২৪, ২০১৭, ০১:৩৯ পিএম
পরিত্যক্ত বিস্কুট কারখানায় গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ

চুয়াডাঙ্গা: জেলায় নিখোঁজের একদিন পর অন্তরা খাতুন (১৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় শহরের পৌর কলেজ পাড়ার একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার ভেতর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত অন্তরা পৌর কলেজ পাড়ার সাকিব হোসেনের স্ত্রী এবং জেলার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। গৃহবধুর মা বিলকিস খাতুন ও খালা ফাহিমা খাতুনের দাবি শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার পর তার মৃতদেহ ঝুলিয়ে রাখে।

অপরদিকে অন্তরার শ্বাশুড়ি সাহেদা খাতুন বলেন, অন্তরা বেশ কিছুদিন ধরে তাদের সঙ্গে খারাপ আচরণ করছিল। রোববার বেলা ১০টা থেকে সে নিখোঁজ ছিল। অনেক এলাকা খোঁজাখুজির পর ওই রাতে বিস্কুট কারখানায় গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোহাম্মদ জানান, মৃত্যুটি রহস্যজনক। হত্যা, না আত্মহত্যা তা জানার জন্য মৃতদেহ ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!