• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত ৮ রকেট লঞ্চার উদ্ধার


যশোর প্রতিনিধি মার্চ ২২, ২০১৮, ০৭:১৩ পিএম
পরিত্যক্ত ৮ রকেট লঞ্চার উদ্ধার

পরিত্যক্ত ৮টি রকেট লঞ্চার

যশোর: জেলার ঝিকরগাছা পৌরসভা থেকে পরিত্যক্ত ৮টি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকার একটি আবাদি জমি থেকে ওই রকেট লঞ্চারগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার বনফুল আবাসিক এলাকার আজিজুর রহমান জমি আবাদ করার জন্য কিছু শ্রমিক কাজে লাগান। ওই শ্রমিকরা কাজ করার সময় কোদালে মাটির তলে ধাতব জাতীয় কিছু জিনিসের আঘাতের শব্দ শুনতে পায়। পরে সেখানে মাটি খুঁড়ে একটি রকেট লঞ্চার পাওয়া যায়। এরপর একে একে আরো ৭টি রকেট লঞ্চার পাওয়া যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঝিকরগাছা থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে রকেট লঞ্চারগুলো উদ্ধার করে।

খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. নাসির, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার মো. নাসির জানান, উদ্ধার পরিত্যক্ত রকেট লঞ্চারগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় এ সকল অস্ত্র মাটির নীচে পুঁতে রাখা হয়ে ছিলো বলে মনে করা হচ্ছে। উদ্ধার রকেট লঞ্চারগুলো অধিকাংশই অকেজো ও পরিত্যক্ত।

এ ঘটনার পর থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. নাসিরসহ বিপুল পরিমাণ পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!