• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবহনে বিশেষ নজর


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০৭:১৪ পিএম
পরিবহনে বিশেষ নজর

ঢাকা: প্রস্তাবিতে বাজেটে যোগাযোগ ও অবকাঠামো খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৭ হাজার ৫৫৮ কোটি টাকা, যা মোট বাজেটের ১১ দশমিক ৮৮ শতাংশ। চলতি অর্থবছর (সংশোধিত) এ খাতে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৬৩ কোটি টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৫২ শতাংশ। প্রস্তাবিত বাজেটে সাধারণ সেবা খাতে ৯৬ হাজার ১৯৬ কোটি টাকা—যা মোট বাজেটের ২৪ দশমিক ৩ শতাংশ।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত। রাজস্ব আয়, বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য বৃদ্ধি, রপ্তানি আয় ও প্রবাসী আয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের আশা করে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ধরেছেন তিনি।

নৌপরিবহণ খতেও করা হয়েছে বিশেষ বরাদ্দ। যোগাযোগ ও পরিবহণ খাতে মোট উন্নয়ন বাজেটের ২৭.৪ শতাংশই বরাদ্দ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!