• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরিবার থেকেই নায়করাজের জীবনী প্রকাশের ঘোষণা


বিনোদন প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৭, ১২:১৪ পিএম
পরিবার থেকেই নায়করাজের জীবনী প্রকাশের ঘোষণা

নায়করাজ রাজ্জাক

ঢাকা: নিজ পরিবার থেকেই নায়করাজের জীবনী প্রকাশের ঘোষণা নিয়েছে নায়ককরাজ পরিবার। ২১ আগস্ট না ফেরার দেশে চলে গেছেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। এরপর বেশ কয়েকজন নায়করাজের জীবনী নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদও বই প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণাও দেন। জীবনীগ্রন্থ লেখা শুরু করেছিলেন। তবে শেষ পর্যন্ত 'নায়করাজ রাজ্জাক: টালিগঞ্জ থেকে ঢালিউড' বইটি নায়কের পরিবারের সদস্যদের আপত্তির কারণে প্রকাশ হচ্ছে না।

নায়করাজ পরিবার

জানা গেছে, রাজ্জাকের জীবনী প্রকাশ করবে এবার তারই পরিবার। নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট গণমাধ্যমকে বলেছেন, ছটকু আহমেদ আমাদের বাসায় এসেছিলেন। তার কাছ থেকে যতটুকু জেনেছি, তা দিয়ে একজন পূর্ণাঙ্গ রাজ্জাককে পাওয়া যাবে না। 

আমরা চাচ্ছি, আব্বাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বই প্রকাশ হবে। তা পড়ে যে কেউ পুরো একজন রাজ্জাককে খুঁজে পাবেন। আব্বার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক আছে, যা আমাদের পরিবারের বাইরের কেউ জানেন না।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!