• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীক্ষা কেন্দ্রে ফোন রাখায় শিক্ষক বহিস্কার


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ৯, ২০১৭, ১০:৪৫ পিএম
পরীক্ষা কেন্দ্রে ফোন রাখায় শিক্ষক বহিস্কার

প্রতিক ছবি

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার মুমালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র চলাকালিন সময় নিজের কাছে মোবাইল ফোন রাখার অপরাধে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রের চার নম্বর কক্ষে ডিউটি থাকা অবস্থায় ওই শিক্ষককে বহিস্কার করা হয়। বহিস্কার শিক্ষকের নাম বিমল কুমার। তিনি উপজেলার সাতপুকুর উচ্চবিদ্যালয়ে হিন্দু ধর্ম শিক্ষক।

মুমালা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মি. কামেল মার্ডী জানান, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালিন সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি (কমিশনার) নিলুফা ইয়াসমিন চার নম্বর কক্ষে ওই শিক্ষকের কাছে মোবাইল ফোন দেখতে পেয়ে তাকে বহিস্কারের নির্দেশ দেন।

পরে ওই নির্দেশ মোতাবেক শিক্ষক বিমল কুমারকে এক বছরের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!