• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরীক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৮, ০৬:৫৭ পিএম
পরীক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার হলে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার(১১ জানুয়ারি) রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজ সুবর্ণ জয়ন্তী উৎসব’১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টি ও পরিবেশ আরো উন্নত করতে হবে। ৩৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। কলেজসমূহের উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘কলেজ উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহবান জানান। 

কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, কলেজের গভর্নিং বডির সদস্য ও ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু বক্তব্য দেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!