• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরের নির্বাচনে সব দলের আসা উচিত


নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০১৭, ০৭:০৮ পিএম
পরের নির্বাচনে সব দলের আসা উচিত

ঢাকা: গেল দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ অনেক দলই অংশ নেয়নি। এ কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগ একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। ছিটকে পড়ে বিএনপিসহ অন্যান্য দলগুলো। নেতাদের উপলব্ধি হয় নির্বাচন বর্জন করায় কোনো লাভ হয়নি।

২০১৪ সালের নির্বাচনের পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।

সোমবার (৮ মে) সকালে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের অভিজ্ঞতায় যে শিক্ষা হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল পরের জাতীয় নির্বাচনে অংশ নেবে। 

ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় বা ইউরোপীয় সম্প্রদায় প্রতিষ্ঠার ভিত্তিমূল ট্রিটি অব রোমের ৬০তম বার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এছাড়াও ফ্রান্সের নির্বাচনের ফলাফল, বাংলাদেশ-ইইউ সম্পর্ক, পোশাকশিল্পের পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পিয়েরে মায়াদু।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!