• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত


পর্তুগাল প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৫:৩৪ পিএম
পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

পর্তুগাল: বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পর্তুগালে নিয়োগ পেয়েছেন রুহুল আলম সিদ্দিকী। নতুন দায়িত্বে তিনি যোগ দিয়েছেন। এর আগে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ইমতিয়াজ আহমেদ। বর্তমানে তিনি জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দূরপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগর অনুবিভাগ) হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি দিল্লি, বার্লিন, সিঙ্গাপুর সিটি ও করাচি মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

রুহুল আলম সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর করেন। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!