• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পর্যটকদের পদভারে মুখর কক্সবাজার


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০১৬, ০৭:২১ পিএম
পর্যটকদের পদভারে মুখর কক্সবাজার

ঈদের ছুটি শেষ হয়েছে আজ। তবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখনও কাটেনি ঈদের আমেজ। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা হৈ-হুল্লোড়ে ব্যস্ত। এদিকে টুরিস্ট পুলিশ বলছে, বিপুল সংখ্যক পর্যটক এখনও কক্সবাজারে অবস্থান করায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ঈদের টানা ছুটি শেষ হলেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখনও মুখর পর্যটকদের পদভারে। পর্যটকদের আনন্দ শেষ যেন হবার নয়।

সৈকতের সব পয়েন্টে পরিবার-পরিজন ও প্রিয়জনকে নিয়ে হৈ-হুল্লোড়ে মেতে আছেন সব বয়সী মানুষ। আনন্দঘন এ মুহূর্তকে ফ্রেমে বন্দি করছেন অনেকেই। পর্যটকের ভিড় থাকায় কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায় ফিরেছে চাঙাভাব। এতে দারুণ খুশি ব্যবসায়ীরা।

এদিকে বিপুল সংখ্যক পর্যটক এখনও কক্সবাজার অবস্থায় করায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে, গত ৫ দিনে কক্সবাজারে ৩ লাখেরও অধিক পর্যটকের সমাগম ঘটেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!