• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়


এম এ আজিম, কুয়াকাটা থেকে ফিরে সেপ্টেম্বর ৬, ২০১৭, ০৩:৩২ পিএম
পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়

বরগুনা: ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দকে আরো রাঙিয়ে তুলতে বরিশাল অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন এলাকার বিনোদন প্রেমীরা পরিবার সহ ছুটে এসেছে সাগর কন্যা কুয়াকাটায়।

সমুদ্রের উত্তাল ঢেউ মুহূর্তেই সব বয়সী পর্যটকদের আকর্ষণ করে সমুদ্র স্নানে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে টিউব নিয়ে ভাসছে অনেকেই। কেউবা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাঁটছেন।

ঈদ উপলক্ষে গত কয়েকদিন ধরে সব বয়সী পর্যটকের ঢল নেমেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। সমুদ্র স্নান, সূর্যাস্ত ও সূর্যোদয় এবং বিভিন্ন দর্শনীয় স্থান বাড়িয়ে দিয়েছে পর্যটকদের ঈদের আনন্দ। আর পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

আবার আনন্দ ঘন এই মুহূর্তটি ছবির ফ্রেমে বন্দী করতে ব্যস্ত। বালুর মধ্যে আপন মনে কেউ কেউ তৈরি করছেন বালু ভাস্কর্য। কেউ কেউ সমুদ্র পাশে ছাতার নিচে বসে ঘণ্টার পর ঘন্টা বসে উপভোগ করছেন সমুদ্রকন্যাকে।

আর পর্যটকদের নিরাপত্তায় তৎপর বলে জানায় ট্যুরিস্ট পুলিশ।

তবে এই ঈদে লম্বা ছুটি না থাকায় অন্যবারের তুলনায় পর্যটক কম এসেছেন। তাদের নিরাপত্তা দিতে শুধু সমুদ্র সৈকত নয় কুয়াকাটার পর্যটন স্পটে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!