• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছয় ছবি


বিনোদন প্রতিবেদক জুন ১০, ২০১৭, ০৪:২৬ পিএম
পশ্চিমবঙ্গে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছয় ছবি

ঢাকা: শুক্রবার থেকে পশ্চিম বঙ্গের শিলিগুড়িতে শুরু হয়েছে ‘বাংলাদেশ ফিল্ম ফেস্টিভাল’। তিন দিনব্যাপী এই ফিল্ম ফেস্টিভালে দেখানো হচ্ছে বাংলাদেশ থেকে প্রশংসিত অন্তত পাঁচটি ছবি। শিলিগুড়ি সিনে সোসাইটির ব্যবস্থাপনায় শুরু হওয়া এই ফিল্ম ফেস্টিভালটি শেষ হচ্ছে রোববার।

আর এরপরেই আসছে ১৬ জুন শুরু পশ্চিম বঙ্গের নৈহাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল’। স্থানীয় সিনে ক্লাব অব নৈহাটির ব্যবস্থাপনায় আয়োজনটি করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া- এফএফএসআই (ইআর)। এই অনুষ্ঠানে দেখানো হবে বাংলাদেশের ছয়টি ছবি। এমনটাই জানালেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের কাউন্সিল সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রেমেন্দু মজুমদার।

নৈহাটিতে অনুষ্ঠিতব্য উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের প্রশংসিত ছয়টি ছবি। এরমধ্যে আছে আবু সাইয়ীদের কীত্তনখোলা, নূরুল আলম আতিকের ডুবসাঁতার, মোরশেদুল ইসলামের অনিল বাগচীর একদিন ও আমার বন্ধু রাশেদ, আহসান কবির লিটনের প্রত্যাবর্তন এবং আবু শাহেদ ইমনের জালালের গল্প।
সোনালীনিউজ/ঢাকা 

Wordbridge School
Link copied!