• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে ট্রেনে কাটা পড়ে তিন হাতির মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৭, ২০১৬, ০৫:৪১ পিএম
পশ্চিমবঙ্গে ট্রেনে কাটা পড়ে তিন হাতির মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় পশ্চিমবঙ্গ রাজ্যে যাত্রীবাহী একটি ট্রেনের ধাক্কায় তিন হাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ আগস্ট) রেলওয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, শুক্রবার রাতে রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে এ তিনটি হাতি রেল লাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনটি হাতির দুটি পূর্ণবয়স্ক মেয়ে হাতি, তৃতীয়টি শাবক। তিনি আরো জানান, ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতে প্রায়ই ট্রেন লাইনে কাটা পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়। বিশেষ করে কৃষকরা হাতির কবল থেকে তাদের ফসল রক্ষায় জমির চারদিকে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!