• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষে নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৯, ২০১৮, ১২:২৬ পিএম
পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষে নিহত ৭

ঢাকা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষে গত ৭২ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনার আমডাঙাতেই নিহত হয়েছেন দুটি রাজনৈতিক দলের তিন কর্মী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া আসন নিয়ে দেশটির শীর্ষ আদালতের রায় আসার পরই বোর্ড গঠন প্রক্রিয়া শুরু করে রাজ্যের শাসক তৃণমূল এবং বিরোধী দল গুলো। আর সেই বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক দল গুলোর মধ্যে সংঘর্ষ, বোমা গুলির লড়াই ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

সর্বশেষ মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনার আমডাঙার তাড়াবেড়িয়া পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে তৃণমূল এবং সিপিআইএমের সমর্থক ও কর্মীদের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। চলে ভাঙচুর, মারধরের ঘটনাও। এতেই উভয় পক্ষের তিন জনের মৃত্যু হয়।

তৃণমূল নেতা ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, সিপিএম একে-৪৭ বন্দুক নিয়ে তাদের দলের কর্মী-সমর্থকদের ওপর গুলি চালিয়েছে।

একইভাবে সিপিএম নেতারা উল্টো তৃণমূলের বিরুদ্ধে গুলি-বোমা হামলার অভিযোগ তুলেছেন।

আমডাঙার এই ঘটনায় এখনোও পর্যৗল্প ১৭ জন আহত হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ১০ জনকে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাফ।

এর আগে সোমবার (২৭ আগস্ট) রাজ্যের পুরুলিয়া ও মালদায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!