• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক


গাজীপুর প্রতিনিধি এপ্রিল ১৫, ২০১৮, ০৬:০৯ পিএম
পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর: টঙ্গী রেলস্টেশনে ঈশা খাঁ এক্সপ্রেসটঙ্গী রেলস্টেশনে দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (১৫ এপ্রিল) বিকেল সোয়া ৫টার পর কমলাপুর ছেড়ে আসা ময়মনসিংহগামী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলস্টেশনে পৌঁছায়।

এর আগে, স্টেশনটিতে দুপুর সাড়ে ১২টার দিকে একটি কমিউটার ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে প্রাণহানি ঘটে। এরপর থেকে সারাদেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়া জাহান বলেন, আপ লাইন ছেড়ে দেয়া হয়েছে। মিটার গেজ লাইনে ট্রেন চলতে পারবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হস্লিপারগুলো মেরামতের পরই ব্রড গেজ ট্রেন চলতে পারবে।

রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, ‘দুর্ঘটনায় নিহত তিন জনের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!