• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ টাকার নতুন নোট ছাড়লো সরকার


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০১৭, ০৫:১৪ পিএম
পাঁচ টাকার নতুন নোট ছাড়লো সরকার

ঢাকা: প্রচলিত পাঁচ টাকার পাশাপাশি নতুন পাঁচ টাকার নোট ইস্যু করেছে সরকার। অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সই রয়েছে এ নোটে। নতুন নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে মঙ্গলবার (৬ জুন) জনসাধারণের ব্যবহারের জন্য লেনদেন শুরু করা হয়।নতুনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের উপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’লেখা এবং পেছনের অংশে ডান দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে। কারেন্সি নোট হওয়ায় এ নোটের সম্মুখ পৃষ্ঠের মাঝখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না।

নতুন কারেন্সি নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই। তবে এ নোটের পাশাপাশি প্রচলিত ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রাও চালু থাকবে বাজারে।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!