• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ বখাটের ‘ধর্ষণের’ কবলে দুই ছাত্রী! অতঃপর..


যশোর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৮:২৯ পিএম
পাঁচ বখাটের ‘ধর্ষণের’ কবলে দুই ছাত্রী! অতঃপর..

দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা

যশোর: এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে যশোরের মনিরামপুরে এক ছাত্রীকে ধর্ষণ ও অন্যজনকে শ্লীলতাহানি করেছে বখাটেরা। গত ১২ ফেব্রুয়ারি গণিত পরীক্ষার দিন এ ঘটনা ঘটলেও মানসম্মান ও বখাটেদের ভয়ে মুখ খোলেনি ভুক্তভোগীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বখাটেরা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়। এতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তিন বখাটেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

স্থানীয়রা জানান, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে গণিত পরীক্ষা শেষে মনিরামপুরের দুই এসএসসি পরীক্ষার্থী বাড়ি ফেরছিল। পথে উপজেলার বেগারিতলা এলাকার নিমতলা নামক স্থানে পাঁচ বখাটে চালকিডাঙ্গা গ্রামের রুস্তম আলী দফাদারের ছেলে এয়াকুব আলী, টুনিয়াঘরা গ্রামের মৃত নূর আলী বিশ্বাসের ছেলে ইসরাফিল আলম, একই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আল-আমিন, মুরাদ হোসেনরে ছেলে ইমন হোসেন ও আজিজুর রহমানের ছেলে আলমগীর হোসেন তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে দুই পরীক্ষার্থীর মধ্যে একজনকে এয়াকুব আলী ধর্ষণ করে এবং অন্যরা অপর ছাত্রীকে শ্লীলতাহানি করে।

এ ঘটনায় মুখ খুললে তাদের মোবাইলে ধারণ করা ধর্ষণ ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেয়াসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বখাটেরা। এজন্য নির্যাতিতরা ভয়ে চুপ থাকে। এরপর বুধবার (২২ ফেব্রুয়ারি) বখাটেরা ওই ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দিলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বখাটেদের শনাক্ত করে গণপিটুনি দিয়ে বৃহস্পতিবার স্থানীয় ভোজগাতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনে।

ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, এলাকাবাসী তিন বখাটেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনলে তিনি তাদের পুলিশে সোপর্দ করেন।

মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, এ ব্যাপারে ভুক্তভোগীরা সন্ধ্যায় থানায় এসেছেন। তিনি কথা বলে মামলা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা যশোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাঙ্গা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।  

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!