• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরে ওষুধ রফতানি দ্বিগুণ


বিশেষ প্রতিনিধি আগস্ট ১০, ২০১৬, ০৯:৫৬ এএম
পাঁচ বছরে ওষুধ রফতানি দ্বিগুণ

কর প্রণোদনা ও সহায়ক নীতিমালার কারণে দেশীয় ওষুধ শিল্পের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। বাড়ছে রফতানি আয়।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে এ খাতে রফতানি আয় দ্বিগুণ বেড়েছে। ২০১১-১২ অর্থবছরে রফতানি আয় হয়েছিল চার কোটি ৮২ লাখ ডলার। গত (২০১৫-১৬) অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে আট কোটি ২১ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা প্রায় সাড়ে ৬৫০ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে প্রায় ছয় কোটি ডলারের, ২০১৩-১৪ অর্থবছরে প্রায় সাত কোটি ডলারের ও ২০১৪-১৫ অর্থবছরে সাত কোটি ২৬ লাখ ডলারের ওষুধ রফতানি করেছে বাংলাদেশ। বর্তমানে এ দেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রফতানি হয় মিয়ানমারে। গত অর্থবছরে মিয়ানমারে ওষুধ রফতানি হয়েছে এক কোটি ৩৬ লাখ ডলার বা ১০৭ কোটি টাকা। এ তালিকায় শ্রীলংকা (এক কোটি ৩৪ লাখ ডলার) রয়েছে দ্বিতীয় স্থানে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!