• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ রাজাকারের অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৭, ০৯:০৯ পিএম
পাঁচ রাজাকারের অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

ঢাকা: যুদ্ধাপরাধ মামলায় পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন রেখেছেন আদালত। অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে সোমবার (৯ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। চমন পরে বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে আটক ও নির্যাতনের পর ১৭ জনকে ধারাবাহিকভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ধর্ষণের মাধ্যমে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ইসহাক, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।
গত বছরের ১৩ অক্টোবর এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সবাইকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!