• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জুলাই ২০, ২০১৬, ০৪:০০ পিএম
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে বুধবার (২০ জুলাই) সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” প্রতিপাদ্য বিষয়ের উপর ভিত্তি করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল। বিশেষ অতিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, চিংড়ি চাষী মোঃ দাউদ শরীফ ও হোসনেয়ারা আক্তার বিউটি। উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্ল্যা এনএস মামুন সিদ্দিকী, সাবরিনা খাতুন, মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান ও গাজী আব্দুস সালাম।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!