• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাউডারে ক্যানসারের ঝুঁকি, জনসনকে ৪০ হাজার কোটি টাকা জরিমানা!


নিউজ ডেস্ক জুলাই ১৩, ২০১৮, ০৭:৫৮ পিএম
পাউডারে ক্যানসারের ঝুঁকি, জনসনকে ৪০ হাজার কোটি টাকা জরিমানা!

ঢাকা: বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে ৩৯ হাজার ৫১৬ কোটি টাকা জরিমানা করছে যুক্তরাষ্ট্রের আদালত। তাদের ট্যালকম পাউডার ব্যবহারের কারণে ওভারিয়ান ক্যানসারের ঝুঁকি বাড়ার অভিযোগে এ জরিমানা করা হয়।

যুক্তরাষ্ট্রের মিসৌরি আদালতের বিচারক, ২২ নারী ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে নির্দেশ দিয়েছেন। শুনানিতে ওই নারীরা অভিযোগ করেন, জনসনের বেবি পাউডার ও ট্যালকম সামগ্রী ব্যবহার করে তাদের শরীরে ওভারিয়ান ক্যানসারের সৃষ্টি হয়েছে।

তাদের আইনজীবীরা জনসনের ট্যালকম পণ্যে যে দূষিত অ্যাসবেস্টস রয়েছে তা ১৯৭০ সাল থেকেই কোম্পানি অবগত।

কিন্তু এরপরও তারা পণ্য ব্যবহারের ঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সতর্ক করেনি। আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে জনসন কর্তৃপক্ষ। তারা আপিল করার চিন্তা করছে।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!