• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাওনা দাবিতে চিনিকল শ্রমিকদের মানববন্ধন


দিনাজপুর প্রতিনিধি এপ্রিল ২৭, ২০১৭, ১১:৪০ এএম
পাওনা দাবিতে চিনিকল শ্রমিকদের মানববন্ধন

দিনাজপুর: জেলার সেতাবগঞ্জ চিনিকলে চরম অর্থ সংকটে ন্যায্য পাওনা না পাওয়ায় মানববন্ধন করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সাবেক সিআইসি হেকমত আলী, গাড়ী চালক রবিউল ইসলাম, শ্রমিক নেতা আমজাদ হোসেন, শ্রমিক লীগের সভাপতি ইলিয়াছ আলী সরকার প্রমুখ।

মানববন্ধনে অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক শ্রমিক কর্মচারীর বকেয়া প্রায় ৮ কোটি টাকা দ্রুত প্রদানের জন্য সরকার ও শিল্পমন্ত্রীর আশুদৃষ্টি কামনা করে বলেন, দীর্ঘদিন ধরে চাকুরী করার পর অবসরে যাওয়ায় শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা সময়মত না পাওয়ায় চরম হতাশ হয়েছেন। অনেক অবসর শ্রমিক কর্মচারী পাওনা টাকা না পাওয়ায় পরিবারের জন্য দিন মুজুরের কাজ করতে বাধ্য হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!