• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাওয়ারপ্যাক থেকে আরও ৫ বছর বিদ্যুৎ নেবে সরকার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৮, ০৯:২০ পিএম
পাওয়ারপ্যাক থেকে আরও ৫ বছর বিদ্যুৎ নেবে সরকার

ঢাকা: পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্লান্ট লিমিটেডের কাছ থেকে আরও ৫ বছর বিদ্যুৎ কিনবে সরকার। সোমবার (৮ জানুয়ারি) ওয়াপদা ভবনের বিউবোর প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নবায়ন করা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড -বিউবো’র পক্ষে সচিব মিনা মাসুদুজ্জামান এবং পাওয়ারপ্যাক-মুতিয়ারার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রণ হক শিকদার নবায়নকৃত চুক্তিতে সই করেন। বিউবো এবং পাওয়ারপ্যাক-মুতিয়ারার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নবায়নকৃত চুক্তির আওতায় পাওয়ারপ্যাক-মুতিয়ারা পাওয়ার প্লান্ট আগামী ২০২২ সালের ২৬ মার্চ পর্যন্ত জাতীয় গ্রীডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

প্রসঙ্গত, ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তীব্র বিদ্যুৎসংকট নিরসনে বেসরকারি খাতে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে নানা উদ্যোগ নেন। এরই আলোকে ঢাকার কেরাণীগঞ্জে স্থাপিত পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরাণীগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বিগত ৬ বছর যাবৎ জাতীয় গ্রীডে নিরবিচ্ছিন্নভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশ ভয়াবহ বিদ্যুৎসংকট থেকে মুক্ত হয়ে এখন চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করছে। ক্রমবর্ধমান ভবিষ্যত চাহিদার কথা বিবেচনায় সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

সোনালীনিউজ/জেএ  

Wordbridge School
Link copied!