• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাক শিল্পীদের পাশে প্রিয়াঙ্কা


বিনোদন ডেস্ক অক্টোবর ১৬, ২০১৬, ০৬:৩৬ পিএম
পাক শিল্পীদের পাশে প্রিয়াঙ্কা

একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানালেন-‘‌উরিতে হামলা, এ জন্য পাকিস্তানি শিল্পীদের দোষ দেয়ার তো কোনো মানে হয় না’‌ নিউইয়র্কে বসে প্রিয়াঙ্কা জানালেন, ‘আমি দেশকে প্রচণ্ড ভালবাসি।’‌ কিন্তু এটাও জানিয়ে দিলেন, যে সিনেমায় কোন দেশের অভিনেতা অভিনয় করছে, সেটা আসলে মোটেই গুরুত্বপূর্ণ নয়।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও গোষ্ঠী এটিকে ইস্যু বানিয়ে তুলেছে। দেশে, সমাজে যখন কোনো ঝামেলা বাধে তখনই ‘সফট টার্গেট’ হয়ে দাঁড়ায় শুধু শিল্পীরাই। কেউ চিকিৎসক, উকিল কিম্বা রাজনৈতিক নেতাদের দোষ দেয় না। শেষ পর্যন্ত ভুগতে হয় শিল্পীদেরই। এক্ষেত্রেও যেমন সহ্য করতে হচ্ছে। যাঁরা দোষ দিচ্ছেন, এটা তো তাঁদের বুঝতে হবে যে, জঙ্গি হামলার সঙ্গে চলচ্চিত্র অভিনেতা বা গায়কদের কোনো সম্পর্ক নেই।

এমনটা যদি হত, কোনো অভিনেতা জঙ্গিদের সঙ্গে যুক্ত, তাহলে না হয় বোঝা যেত। শিল্পীরা শুধু কাজ করতেই আসেন, মানুষও তাঁদের অভিনয় দেখে, বা গান শুনে মজা পান, এরপর বাড়ি ফিরে যান। রাষ্ট্রনৈতিক বিষয়ে তাঁদের কোনো ভূমিকাই নেই।‌ সূত্র: ‌আজকাল

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!