• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান থেকে ৫২ সামরিক বিমান কিনছে তুরস্ক


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৮, ২০১৬, ০৮:২৭ পিএম
পাকিস্তান থেকে ৫২ সামরিক বিমান কিনছে তুরস্ক

বিশ্ব বাজারে নিজেদের সামরিক বাণিজ্য বাড়াতে চাইছে পাকিস্তান। এরই অংশ হিসেবে তুরস্কের কাছে ৫২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রি করতে যাচ্ছে দেশটি। ইতিমধ্যে দেশ দুটির একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।

সম্প্রতি এই তথ্য জানিয়েছেন, পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রানা তানভীর হোসেন। এই চুক্তিকে প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবেও উল্লেখ করেছেন তিনি। পাকিস্তানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব বিমানের মূল্য ৫ কোটি ডলারের বেশি।

তিন বছরে তিন ধাপে এ সমস্ত বিমান তুরস্ককে সরবরাহ করবে পাকিস্তান। করাচিতে চলমান পাকিস্তানের আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী এবং সেমিনার পরিদির্শনকালে এই কথা জানিয়েছেন তানভীর হোসেন।

তিনি বলেন, আগামী বছর থেকে এসব বিমান সরবরাহের কাজ শুরু হবে। এছাড়া, পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আশরাদ মালিক জানান, পাকিস্তানের কাছ থেকে কাতার ১০টি  ও নাইজেরিয়া ৮টি একই বিমান কেনার চুক্তি এর আগে করেছে। আগামী শুক্রবারে মধ্যে কাতারকে চারটি সুপার মুশাক বিমান সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ ঢাকা/ আরএস

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!