• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘পাকিস্তানকে একঘরে করে দেয়া উচিত’


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৩:৩৯ পিএম
‘পাকিস্তানকে একঘরে করে দেয়া উচিত’

ঢাকা: পাকিস্তানকে একঘরে করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন- গণহত্যা, জঙ্গিবাদ ও বর্বরতার জন্য পাকিস্তানকে একঘরে করে দেওয়া উচিত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নায়েম মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বীজ আছে। তা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে।

জাসদ সভাপতি বলেন- সঠিক ইতিহাস রক্ষায় খুব শিগগির বাংলাদেশে মুক্তিযুদ্ধের আর্কাইভ গঠন করা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ভারতের প্রায় আট হাজার লোক শহীদ হয়েছিলেন। তাদের পরিবারের সদস্যদের কাছে সরকার সম্মাননা সনদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন- যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, তাদের জন্য কোনো স্মৃতিসৌধ নাই। মুক্তিযুদ্ধের একটা জাদুঘর, আর্কাইভ নাই। আমি দায়িত্বের সঙ্গে বলছি, এটা অত্যন্ত যুক্তিযুক্ত প্রস্তাব। মুক্তিযুদ্ধের আর্কাইভ ইনশাল্লাহ আমরা গঠন করব।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!