• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১২


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৬, ২০১৭, ১২:০৩ পিএম
পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১২

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝাল মগসী জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বেলুচিস্তানের স্বরাষ্টমন্ত্রী সরফরাজ বাগতি।

এ হামলায় আহত হয়েছেন আরো ১২ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। আহতদের ঝাল মগসী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সরফরাজ বাগতি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেছে। তারা এলাকাটি ঘিরে রেখেছে।

জানা যায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় দরগাহ ফতেপুর নামক স্থানে মাজারে প্রার্থনার জন্য অনেক লোক জমায়েত হলে বোমা হামলা করা হয়। হামলাকারী প্রার্থনাকক্ষে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তিনি বোমা বিস্ফোরণ ঘটান।

এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!