• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে ‘আত্মঘাতী’ হামলা, নিহত ১১


নিউজ ডেস্ক মার্চ ৩১, ২০১৭, ০৪:৫১ পিএম
পাকিস্তানে ‘আত্মঘাতী’ হামলা, নিহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমের আফগান সীমান্তবর্তী একটি শহরে মসজিদের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) ‘আত্মঘাতী’ ওই হামলায় আহত হয়েছে আরও ৬০ জন। খবর রয়টার্স এবং জিনিউজের।

খবরে বলা হয়, পারাচিনার শহরের সেন্ট্রাল বাজারে শিয়াদের একটি মসজিদে নারী মুসুল্লিদের প্রবেশ দ্বারের কাছে ওই বিস্ফোরণ ঘটে। জুমার নামাজ আদায় করতে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল।

দেশটির পার্লামেন্ট সদস্য সাজিদ হুসাইন তুরি জানান, এটা আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী ভিড়ের মধ্যে হামলা চালায়। খুব সম্ভবত মসজিদে আসা নারীরা তার লক্ষ্য ছিল।

তিনি বলেন, হামলায় ১১ জন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসক মুমতাজ হুসাইন জানান, আমাদের এখানে পাঁচটি মৃতদেহ আনা হয়েছে, যার মধ্যে একজন নারী ও দুইটি শিশু। এছাড়া এখন পর্যন্ত আহত প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে করে তাদের এখানে আনা হয়। আহতদের জন্য জরুরি রক্তের আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!