• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫, আহত ৪০


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১, ২০১৬, ০৫:৫৯ পিএম
পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫, আহত ৪০

পাকিস্তানে জাহাজ ভাঙ্গার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। করাচির প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে আজ মঙ্গলবার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হরিফাল সেখানে কোন ধরনের হামলার কথা নাকচ করে দিয়ে এএফপিকে বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই জাহাজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচ শ্রমিক নিহত ও ৪০ জন মারাত্মকভাবে দগ্ধ হয়।’

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মাদ হাশিম এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!