• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৭, ২০১৬, ০২:৩৩ পিএম
পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সমন্বয় কর্মকর্তা জাফর ইকবাল জানান, রহিম ইয়ার খান জেলার খানপুর এলাকায় সোমবার সকালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, দ্রুত গতির একটি বাস একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করছিলো। এ সময় বাসের চালক বিপরীত দিক থেকে আসা বাসটি দেখতে না পাওয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের শেখ জায়েদ হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!