• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বন্ধ রয়েছে জিও টিভির সম্প্রচার


নিউজ ডেস্ক এপ্রিল ৮, ২০১৮, ০৭:২৯ পিএম
পাকিস্তানে বন্ধ রয়েছে জিও টিভির সম্প্রচার

ঢাকা: পাকিস্তানের অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে জিও টিভির সম্প্রচার। দেশটির সেনানিবাস এলাকাসহ প্রায় ৮০ শতাংশ এলাকায় টেলিভিশনটির সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানিয়েছে জিও টিভি কর্তৃপক্ষ।

তবে, সম্প্রচার বন্ধের পেছনে কি কারণ সে বিষয়ে কোন মন্তব্য করেননি জিও টিভি নেটওয়ার্কের প্রধান নির্বাহী মীর ইব্রাহিম রহমান। 

এদিকে, পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, জিও টিভির সম্প্রচার বন্ধে তাদের কোন হাত নেই। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সম্প্রচার বন্ধের কোন আদেশ দেয়া হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহ্সান ইকবাল। 

এর আগে, গত মার্চ মাসে হঠাৎ করেই পাকিস্তানের সেনানিবাস এলাকা এবং এর সংলগ্ন আবাসিক এলাকাগুলোতে বন্ধ করে দেয়া হয় জিও টিভির সম্প্রচার। 

সম্প্রতি, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান এবং দেশটির সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ারের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি নিয়ে প্রতিবেদন প্রচার করে টেলিভিশন চ্যানেলটি। আর এ কারণেই ধারণা করা হচ্ছে চ্যানেলটি বন্ধের পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!