• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধের দাবি আদালতে


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০১৬, ০৫:৩৭ পিএম
পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধের দাবি আদালতে

পাকিস্তানের লাহোর হাইকোর্টে একটি আবেদন জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, যতদিন না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে ততদিন যেন কোনো ভারতীয় ছবি পাকিস্তানে রিলিজ না করে।

২৩ সেপ্টেম্বর আইনজীবী আজহার সিদ্দিকি লাহোর হাইকোর্টে এই আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় সিনেমা হলে ভারতীয় সিনেমা চললে তা পাকিস্তান ও কাশ্মীরের মানুষের ভাবাবেগে আঘাত করে। সেখানকার মানুষ ভারতীয় সেনার নৃশংসতায় জর্জরিত। ভারতীয় ছবি যদি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নিষিদ্ধ করে দেয়া হয়, তবে কাশ্মীরীদের কাছে সংহতির বার্তা পৌঁছাবে বলেও জানিয়েছেন আজ়হার।

উরিতে জঙ্গি হামলার পর ভারতে পাকিস্তানের বিরুদ্ধে অনেক স্লোগান উঠছে। MNS পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার হুমকি দিয়েছে। উরির জন্যই জ়ি গ্রুপ জ়িন্দেগি চ্যানেলে যাবতীয় পাকিস্তানি শোয়ের টেলিকাস্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!