• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে রাজনীতিবিদের গাড়িবহরে হামলা, নিহত ২৫


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০১৭, ১১:১০ পিএম
পাকিস্তানে রাজনীতিবিদের গাড়িবহরে হামলা, নিহত ২৫

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিবিদের গাড়িবহরে বোমা হামলা করেছে অজ্ঞাতরা। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। বেলুচিস্তানের কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দূরে মাসতুং জেলায় এ ঘটনাটি সংগঠিত হয়।

শুক্রবার(১২ মে) জুমার নামাজের কিছুক্ষণ পরে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সিনেটের ডেপুটি চেয়ারম্যান আবদুল গফুর হায়দারি সামান্য আহত হয়েছেন। মনে করা হচ্ছে, তাকে হত্যা করতেই এ হামলা চালানো হয়েছে। তবে, কথিত ইসলামিক স্টেট-আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে গণমাধ্যম জানিয়েছে।

হামলায় গাড়িতে থাকা তার সহযোগী সিনেট ডিরেক্টর স্টাফ ইফতিখার মুঘল ও গাড়ির চালক নিহত হয়েছেন। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আই ই ডি) দিয়ে না-কি আত্মঘাতী হামলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি।

হায়দারি জমিয়ত উলেমা-ই-ইসলামের (ফজল) নেতা। স্থানীয় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অভিষেক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!