• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের সিরিজ বাঁচানোর লড়াই


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১, ২০১৭, ১২:২৫ পিএম
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের সিরিজ বাঁচানোর লড়াই

ঢাকা: ঘরের মাঠে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের দুর্দশা কাটছেই না। যে দলের ক্রিকেটাররা ক্রিকেটবিশ্বের ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোতে দাপিড়ে বেড়ান তাদের এমন দশা বিস্ময়কর!  কেন এই দশা? নিশ্চয় এ প্রশ্নের উত্তর খুঁজছে ওয়েস্ট ইন্ডিজও।

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচ হয়ে গেছে। দুটিতেই পাকিস্তানের কাছে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে হবে তৃতীয় ম্যাচটি। সিরিজ বাঁচাতে কার্লোস ব্রেথওয়েটের দলের সামনে জয়ের বিকল্প নেই। আর পাকিস্তান জিতলে সিরিজ জিতে নেবে।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতানো ১৮ বছরের তরুণ শাদাব খানকেই সামলাতে পারছেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে ৭ রানে তুলে নিয়েছিলেন ৩ উইকেট। যেটা টি-টোয়েন্টি অভিষেকে কোনও বোলারের সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড।

 দ্বিতীয় ম্যাচে আরও ভয়ংকর হয়ে ওঠেন শাদাব। এবার ১৪ রানে তুলে নেন ৪ উইকেট। অভিষেকে পরপর দুই ম্যাচে ম্যাচসেরা হওয়া মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি। তার আগে আরও দু’জন এই কীর্তি গড়েছেন। এঁরা হলেন শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া ও অজান্তা মেন্ডিস।

তৃতীয় ম্যাচেও পাকিস্তানের জয়ে বড় নিয়ামক হয়ে উঠতে পারেন শাদাব। তাকে খেলার উপায় বের করতে না পারলে ক্যারিবিয়ানদের ভুগতেই হবে।
দুটি ম্যাচে পরপর হারের পরও খুব বেশি পরিবর্তন আনার পক্ষে নয় ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজম্যান্ট। রোভম্যান পাওয়েলের জায়গায় সুযোগ পেতে পারেন জেসন মোহাম্মদ। দ্বিতীয় ম্যাচে ডাক মেরেছেন পাওয়াল।

সরফরাজ আহমেদের পাকিস্তান স্বাভাবিকভাবেই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। যদিও তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। পিএসএলে দুর্দান্ত ব্যাট করা কামরান আকমল ওয়েস্ট ইন্ডিজ সফরে এসে স্বরুপে ফিরতে পারেননি। পরিবর্তন হলে এই এক জায়গায় আসতে পারে। সেক্ষেত্রে আকমলকে বাইরে চলে যেতে হবে। সুযোগ পেতে পারেন মোহাম্মদ হাফিজ।

পাকিস্তান দল (সম্ভাব্য): আহমেদ শেহজাদ, কামরান আকমল/মোহাম্মদ হাফিজ, বাবর আজম, ফখর জামান, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, সোহেল তানভির, হাসান আলী ও ওয়াহাব রিয়াজ।

ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য): এভিন লুইস, চ্যাডউইক ওয়ালটন, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, কাইরন পোলার্র্ড, রোভম্যান পাওয়েল/ জেসন মোহাম্মদ, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), সুনিল নারিন, জেসন হোল্ডার, স্যামুয়েল বদ্রি ও কেসরিক উইলিয়ামস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!