• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাচারকালে ৬ লাখ বাগদা রেণু জব্দ


পটুয়াখালী প্রতিনিধি জুলাই ১৫, ২০১৮, ০৬:৪৮ পিএম
পাচারকালে ৬ লাখ বাগদা রেণু জব্দ

পটুয়াখালী: জেলার গলাচিপা উপজেলায় প্রায় ৬ লাখ বাগদা রেণু পাচারকালে একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বদনাতলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে রেণুসহ ও তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ট্রাকের চালক আল আমিন (৩০), চালকের সহকারী নাজমুল শান (২৫) ও লাইনম্যান নাজমুল ইসলাম (১৮)।

গলাচিপা থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বদনাতলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ বাগদা রেণু পাচারকালে গলাচিপা থেকে খুলনাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ২৬টি পাতিল ভর্তি প্রায় সাড়ে ছয় লাখ পিস বাগদা রেণু পোনাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিব আহমেদের আদালতে আটক তিনজনকে হাজির করা হলে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। রেণু পোনাগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়। দণ্ডিতদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!