• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক


লালমনিরহাট প্রতিনিধি এপ্রিল ১৫, ২০১৮, ০৫:১০ পিএম
পাটগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট : জেলার পাটগ্রাম সীমান্তে আশরাফ আলী পানাতি (৪৩) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে  পাটগ্রাম উপজেলার পাসপোর্টে আমবাড়ী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাবপিলার এলাকার ওপারে তাকে আটক করা হয়।

আশরাফ আলী পানাতি উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকার মৃত ধৌলু মিয়ার ছেলে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী জানায়, শনিবার দিনগত রাতে আমবাড়ী সীমান্তের ওপারে অবৈধভাবে অনুপ্রবেশ করায় তাকে আটক করে ভারতের কোচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল।

আশরাফ আলীকে আটকের পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ ও বিএসবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে এখনই দেশে আনা সম্ভব কিনা জানা যাবে। তবে চোরাকারবারী কাজে যাওয়ার সময় তাকে ভারতীয় বিএসএফ ও পুলিশ আটক করেছে বলে তিনি দাবি করেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!