• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পানগুছি নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি


বাগেরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১২:৪৪ পিএম
পানগুছি নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

বাগেরহাট: মোরেলগঞ্জে ১ হাজার ২শ ২৫ বস্তা সিমেন্টসহ একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার ভোরে ‘মা ফতেমা’ নামে ওই ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারের মাঝি শহিদুল ইসলাম শেখ (৪৫) আহত হয়েছেন। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, ট্রলার ‘মা ফতেমা’ মংলার সেনাকল্যান সংস্থা থেকে এক হাজার ৩শ’বস্তা সিমেন্ট নিয়ে শরণখোলা যাচ্ছিলেন। রাত ১টায় মোরেলগঞ্জের পানগুছি নদীতে পৌঁছালে সেখানকার স্থানীয় মাসুম এন্ড ব্রাদার্স এর ৭৫ বস্তা সিমেন্ট আনলোড করে ট্রলার মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। ভোরে ভাটির টানে নদীর পানি কমে যাওয়ায় ঘাটে বাঁধা রশি ছিড়ে ট্রলারটি ডুবে যায়।

থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান নির্ণয়ের জন্য ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!