• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পানি বাড়ছেই, কমছে ধীরে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৭, ০৯:৪৯ পিএম
পানি বাড়ছেই, কমছে ধীরে

ঢাকা: দেশের বিভিন্ন জায়গায় এখনো বন্যার পানি উঠছে নতুন করে। তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর, উঠান, ফসলি জমি। নদ-নদীর বিভিন্ন পয়েন্টে পানি কমলেও বাড়ছেই বেশি বলে জানিয়েছে সরকারি পর্যায় থেকে।

বৃহস্পতিবার(১৭ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডাব্লিউসি) থেকে জানানো হয়েছে, বিভিন্ন নদ-নদীর ৪৮টি পয়েন্টে পানি বেড়েছে। অপরদিকে কমেছে ৪০টি পয়েন্টে। দেশের নদ-নদীর পানি পর্যবেক্ষণের ৯০ টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ২৮টি কেন্দ্রে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিয়মিত সংবাদ বুলেটিনের অংশ হিসেবে আজ বলা হয়েছে, উত্তরের জেলা কুড়িগ্রামের ধরলা, বদরগঞ্জে যমুনেশ্বরী, গাইবান্ধায় ঘাঘট, চাক রহিমপুরে করতোয়া, চিলমারীতে ব্রহ্মপুত্র, বাহাদুরাবাদ, শারিয়াকান্দি, কাজিপুর, সিরাজগঞ্জ ও আরিচায় যমুনা নদী, সিংগ্রায় গুর, বাঘাবাড়িতে আত্রাই, ইলাসিনে ধলেশ্বরী, লাখপুরের লাখিয়া, নওগাঁর ছোট যমুনা, মোদেবপুরের আত্রাই, গোয়ালন্দে পদ্মা, কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জের সুরমা, আমালসিদ ও শেওলায় কুশিয়ারা, দিরাইয়ে পুরাতন সুরমা, জারিয়াজাঞ্জাইলে কাংশাসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিস্তা নদীর পানির স্তরসমূহ বেড়েছে।

যমুনা, গঙ্গা-পদ্মায় পানি বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে এবং ব্রহ্মপুত্র, সুরমা-কুশিয়ারায় পানি কমতে শুরু করেছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!