• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পানি বেড়েছে ব্রহ্মপুত্র ও যমুনায়


নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০১৮, ১০:৫৮ এএম
পানি বেড়েছে ব্রহ্মপুত্র ও যমুনায়

ঢাকা: তিস্তায় পানি কিছুটা কমলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও যমুনায়। চরাঞ্চল ডুবে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দিসহ অনেক এলাকাতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে মানুষ।

রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জে বিপুল সংখ্যক মানুষ এখনো পানিবন্দি। ভাঙন ধরেছে তিস্তায়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র ও যমুনার ডানতীরের বাঁধ এখন ঝুঁকিমুক্ত।

বগুড়ার সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৩২ সেন্টিমিটার। পানি আরো বাড়ার আশঙ্কা থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!