• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পান্তা খেয়ে এ প্লাস পেয়েছি


মো. গোলাম মোস্তফা (দুঃখু) মে ৭, ২০১৮, ০১:৩৯ পিএম
পান্তা খেয়ে এ প্লাস পেয়েছি

পানতা খেয়ে এ প্লাস পেয়েছি

মো. গোলাম মোস্তফা (দুঃখু)

সকাল হলো মনের চোখে,
ঘুম আসলো না রাতে।
কাকে বলি আমার কথা,
দিন দুপুরের মাঝে।

একটু পরে আসবে আমল,
দশ বছরের পথচলার।
একটু দাঁড়াও ভাই
এখনি বলো না,
আমার রেজাল্ট খানা।

মা, বাবা-আমি এ প্লাস পাইনি,
ও আমার আদরের চাঁদ খানা।
সারা বছর কি করিলা,
আমাদের সব জানা।

ফেইসবুক তোমার রেজাল্ট,
এ প্লাস বানিয়ে দিবে।
এমন করে কেন বলছো বাবা!
এ প্লাস তো সব না,
মানুষ হওয়ার মাঝে।

দেখ দেখ তোমার ছেলে,
বড় হয়েছে আমায় বলে কি।
লোকে আমায় বলবে এখন,
গাধা ছেলের বাবা আমি
গোজা হয়ে চলি।

মা আমি এ প্লাস পেয়েছি,
এই আকাশ মাকে বলো
আমি এ প্লাস পেয়েছি।

তোমার খোকা ডাকছে,
চোখের জল মুছে দাও না।
আপন করে একবার বলো,
আমি খোকা খুশি হয়েছি
তোমার হাসি দেখে।

মাটি তুমি একবার বলে দাও,
আমি এই সুখের মাঝে
মায়ের বুকে মাথা রাখিতে চাই।

পানতা ভাত খেয়ে,
এ প্লাস পেয়েছি আমি।
মা আমার ঘুমিয়ে আছে,
আমার সুখের মাঝে।

বড় লোকের ছেলে আমি,
এ প্লাস পেয়েছি মায়ের জন্য।

মা এবার বলবে,
শুনছেন ভাবি!
আমার ছেলে এ প্লাস পেয়েছে।

মায়ের হাসি আনতে গিয়ে,
সুখ আমার গেলো হারিয়ে।

মা এ প্লাসের মাঝে আছে কি?
বলবে আমায় খুলে।
এ প্লাস পেলাম,
মানুষ হলাম না,
তখন সমাজ তোমায় বলবে কি।

মানুষ করো সমাজের জন্য
রাখবো ভালো শেষ বয়সে
তোমার ঘরের সুখের সংসারে।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!