• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট


পাবনা প্রতিনিধি ডিসেম্বর ৪, ২০১৬, ০৭:১৩ পিএম
পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

পাবনা : অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে সোমবার (৫ ডিসেম্বর) সকাল থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন।রোববার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের জরুরি এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান।

তিনি জানান, ধর্মঘট আহবান করে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে কর্মসূচী পালনের জন্য মালিক-শ্রমিকদের অনুরোধ জাননো হয়েছে।

ফিরোজ খান আরো জানান, পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর মোড়ে একটি চক্র বিভিন্ন সময় বাস, মিনিবাস ও কোচে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছিল। সম্প্রতি চাঁদা না দেয়ায় একটি গাড়ির চালক-শ্রমিকদের মারধর করে তারা। এরই প্রতিবাদে পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ বিষয়ে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা না নেয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!