• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা, আহত ৫


পাবনা প্রতিনিধি মার্চ ১, ২০১৭, ০৭:২৩ পিএম
পাবনায় বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা, আহত ৫

পাবনা: উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘিরে পাবনার সুজানগরে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা চালানোর অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘিরে বিএনপি প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নুর প্রচারণায় অংশ নিতে বুধবার দুপুরে সুজানগরে যান জেলা বিএনপির নেতারা। সুজানগর পৌর এলাকার মেজর কে এস মার্কেটে মতবিনিময় সভা চলাকালে দুপুর ২টার দিকে অতর্কিত হামলা চালায় ৩০ থেকে ৪০ জনের এক দল লোক।

হামলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর মাসুম বগা, জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা টিকু, নুর ইসলামসহ ৫ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু বলেন, আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের রোকনের সমর্থকরা এ হামলা চালিয়েছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল কাদের রোকন বলেন, হামলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, বিএনপির নেতা কর্মীদের ওপরে হামলার কথা শুনেছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারবো। এদিকে ঘটনার পর থেকে সুজানগর উপজেলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!