• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনায় ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু


পাবনা প্রতিনিধি নভেম্বর ২৬, ২০১৬, ০১:১৫ পিএম
পাবনায় ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু

‘অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানবরূপের উত্তম কিছু নাই’- শীর্ষক স্লোগান নিয়ে শুক্রবার রাতে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মৃতি পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে শুরু হলো তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব।

পাবনার লালন স্মৃতি পরিষদের আয়োজনে এদিন রাত সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আবেদ খান ও প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন।

উদ্বোধনী বক্তব্যে আবেদ খান বলেন, লালন হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার দর্শন। লালন চিরদিন মানবতার জয়গান গেয়েছেন, অসাম্প্রদায়িক চেতনার পথ নির্দেশ করেছেন। বর্তমান সমাজ বাস্তবতায় লালন উৎসবের মতো আয়োজন নতুন প্রজন্মকে লালনের দর্শন নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। লালন দর্শনই পারে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। যুগে যুগে এর প্রমাণ মিলেছে। তাই আমাদের এসব চর্চা আরও বাড়ানো উচিত। তিনি বলেন, আমাদের শিক্ষার আলো ছড়াতে হবে, মানুষের মাঝে বিভাজন দূর করতে হবে, অধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। লালনের মানবতার বাণী ছড়িয়ে দিতে হবে সর্বত্র। এটা করতে পারলে বিশ্ব মানবতার দুয়ারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, সেদিন বেশি দূরে নয়।

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন বলেন, লালন আমার আমিত্বকে বিসর্জন দিতে বলেছে। সহজ মানুষকে ভোজতে বলেছে। আমরা যদি আমার আমিত্বকে বিসর্জন দিয়ে সহজ মানুষদের ভোজতে পারি, তবে একটি সুন্দর দেশ ও জাতি পাওয়া সম্ভব।

লালন স্মৃতি পরিষদের উপদেষ্টা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন, জাতীয় বংশিবাদ গাজী আব্দুল হাকিম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, লালন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনি, কবি গোলাম রব্বানী ও নাসির চৌধুরী।

আলোচনা পর্ব শেষে লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন ও বিভিন্ন এলাকা থেকে আসা লালন সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। ফরিদা পারভীন পর পর লালনের বেশকিছু জনপ্রিয় গান দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন।

শনিবার উৎসবের দ্বিতীয় দিনে গান পরিবেশন করবেন বাউল জহুরা ও বাউল শাহাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কমরেড জসিম মন্ডল। রোববার সমাপনী দিনে গান পরিবেশন করবেন লালন সঙ্গীত শিল্পী টুনটুন বাউল। সমাপনী অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। উৎসবের পৃষ্ঠপোষকতা করেছে রত্নদ্বীপ রিসোর্ট, রানা প্রপার্টিজ এন্ড ডেভেলপারস লিমিটেড ও জি এম ইন্টারন্যাশনাল।

সোনালীনিউজ/ঢাকা/এএএস/এমএইউ

Wordbridge School
Link copied!